বন্ধ রাস্তায় বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২২, ০২:০১ এএম

বন্ধ রাস্তায় বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা

সোমবার সকাল ১০:৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঐদিন হাতিরঝিলে প্রবেশপথগুলোতে যানবাহন চলাচল ভোর ৪ টা থেকে দুপুর আনুমানিক ১ টা পর্যন্ত বন্ধ থাকবে। এ লক্ষ্যে উক্ত এলাকায় যানবাহন চালকগণকে নিম্নরূপ ডাইভারশন মেনে চলাচল করার জন্য অনুরোধ করছে ডিএমপি।

যেভাবে যাতায়াত করা যাবে

রেইনবো ক্রসিং নিয়ে যে সমস্ত যানবাহন হাতিরঝিল হয়ে গুলশান, বনশ্রী, রামপুরা এবং বাড্ডায় যেতে ইচ্ছুক তারা মগবাজার, মৌচাক হয়ে যাবেন। রামপুরা ইউলুপ এবং ইসলাম টাওয়ার দিয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক তারা গুলশান বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।

পুলিশ প্লাজা হয়ে যে সমস্ত গাড়ি হাতিরঝিলের মধ্য দিয়ে বিভিন্ন দিকে যেতে ইচ্ছুক তারা পুলিশ প্লাজা এবং শুটিং ক্লাবের মাঝের রাস্তা দিয়ে বাড্ডা লিংক রোড হয়ে যাবেন।এছাড়া সকাল ০৫:৩০ টায় ম্যারাথন দলটি আর্মি স্টেডিয়াম হতে কাকলী হয়ে গুলশান-২ এবং গুলশান-১ অতিক্রম করে হাতিরঝিলে প্রবেশ করবে। দলটি যতক্ষণ যে সড়ক দিয়ে যাবে, ততক্ষণ সে সকড়টিতে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকবে।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২২ চলাকালে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

Link copied!