জুন ২৩, ২০২২, ০৭:৪৩ পিএম
সারা দেশের মানুষ যখন বন্যায় হাহাকার করছে, সরকার তখন পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে-মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “সিলেটের ৩০ লাখ বানভাসি মানুষের জন্য মাত্র ৬০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। অথচ পদ্মা সেতু উদ্বোধনে শতকোটি টাকা খরচ করছে।”
বৃহস্পতিবার দুপুরে সিলেটের জৈন্তাপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকার ব্যর্থ হয়েছে-দাবি করে বিএনপির মহাসচিব বলেন, “ লাখ লাখ মানুষ ত্রাণের জন্য হাহাকার করলেও প্রধানমন্ত্রী গুটিকয়েক মানুষকে ত্রাণ দিয়ে দায়িত্ব শেষ করেছেন। সারা দেশের মানুষ যখন দুর্যোগে হাহাকার করছে, সরকার তখন পদ্মা সেতু নিয়ে উৎসবে মেতেছে।”
বিএনপি জনগণের দল বলেই জনগণের কাছে এসেছে-উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগ জনগণের তোয়াক্কা করে না বলে এই দুর্যোগেও তারা জনগণের পাশে নেই। ২০০৪ সালের বন্যায় খালেদা জিয়া মানুষের দ্বারে দ্বারে গেছেন, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ঘুরে গেছেন।”
সরকার এখন পদ্মা সেতু নিয়ে ব্যস্ত উল্লেখ করে বিএনপির এই অন্যতম শীর্ষ নেতা আরও বলেন, “খালি পদ্মা সেতু, পদ্মা সেতু। উৎসব, গান- বাজনাসহ বহু কিছু হচ্ছে। এদিকে আমার লোক খেতে পারে না। আমার লোক না খেয়ে আছে। তারা বিনা চিকিৎসার মারা যাচ্ছে। তাদের ছেলে- মেয়েরা ভেসে যাচ্ছে। সেদিকে এই সরকারের কোন চোখ- কান নেই।”
সরকার শুধু উন্নয়ন উন্নয়ন করে উল্লেখ করে বন্যার্তদের উদ্দেশ্য বিএনপি মহাসচিব বলেন, “উন্নয়ন- কিসের উন্নয়ন। মানুষকে সাহায্য করার জন্য এখানে একজন ডাক্তার পর্যন্ত নাই। এখানে যারা ত্রাণ দেয়, সরকারি কোন কর্মকর্তা আছে? নাই!”
ত্রাণ বিতরণকালে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী উপস্থিত ছিলেন।