বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হচ্ছে না

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৯, ২০২১, ১১:২১ এএম

বসুন্ধরা এমডির আগাম জামিন শুনানি হচ্ছে না

রাজধানীর গুলশানে তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর হাইকোর্টে আগাম জামিন চেয়ে যে আবেদন করেছিলেন সেই জামিনের শুনানি বৃহস্পতিবার (২৯ এপ্রিল) হচ্ছে না। একই  সঙ্গে হাইকোর্টে আগাম জামিন শুনানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ থেকে এ তথ্য জানা গেছে।

মৃতদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর বুধবার (২৮ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন। মোসারাত জাহান মুনিয়া নামে তরুণীকে ‌'আত্মহত্যায় প্ররোচনা' দেওয়ার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।

বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই জামিন আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে রাখেন।  বুধবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ওই কার্যতালিকা প্রকাশ করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যার পর গুলশান-২-এর একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাত দেড়টার দিকে ওই তরুণীর বোন নুসরাত জাহান বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

‘আত্মহত্যায় প্ররোচনার’ অভিযোগে দায়ের করা সেই মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহানকে আসামি করা হয়েছে। গুলশান জোনের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।

পরে বসুন্ধরার এই শীর্ষ কর্মকর্তা দেশের বাইরে চলে গেছেন বলে সামাজিক মাধ্যমে খবর ছড়িয়ে পড়লেও বুধবার তিনি আগাম জামিন আবেদন করেন। নিয়ম অনুযায়ী আগাম জামিন করতে হলে আসামিকে সশরীরে আদালতে হাজির হতে হয়।

Link copied!