বাংলাদেশের মানুষের মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছি : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ০৭:৩০ পিএম

বাংলাদেশের মানুষের মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যার পর দীর্ঘদিন বঙ্গবন্ধুর নাম নেওয়া এদেশে নিষেধ ছিলো। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারাই এ কাজ করেছিলো। তাদের ধারণা ছিলো, তারা সারা জীবন এদেশকে লুটপাট করে খাবে। কিন্তু বাংলাদেশের  গণতন্ত্রপ্রেমী মানুষ তা হতে দেয়নি।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হন  প্রধানমন্ত্রী। তিনি আরও  বলেন, পঁচাত্তরে বাবা-মাসহ পরিবারের সবাইকে হারালেও এদেশের মানুষের মাঝে ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। দেশের বাইরে থাকায় ১৫ আগস্টের ওই নৃশংসতার হাত থেকে বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। 

আলোচনায় প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশকে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মত মেগাপ্রজেক্টগুলোর উন্নয়ন কর্মকান্ড চলছে। তিনি বলেন, যখনই দেশ এগিয়ে যায়, তখনই একটি মহল সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের সমৃদ্ধি ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। 

Link copied!