বাংলাদেশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৫, ২০২২, ০৯:৫৫ এএম

বাংলাদেশ প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এখন দেশে বসেই ইংল্যান্ড-আমেরিকা থেকে হাজার হাজার ডলার আয় করছে মানুষ।”

রবিবার বিকেলে নারায়ণগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, “৭৫ এরপর অনেকে এ দেশকে শোষণ করেছেন। তারা দেশকে ডিজিটাল করার চিন্তাও করেননি। ২০০৪ সালে স্যামসাং এ দেশে বিনিয়োগ করতে এসেছিল বিএনপি-জামায়াত দুর্নীতিগ্রস্ত সরকার তা করতে দেয়নি।”

তিনি আরও বলেন, “১৯৯৮ সালে জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে দেশে মোবাইল বিপ্লব ঘটেছিল। আজ মানুষের দুই হাতে দুটি করে মোবাইল থাকে। যদি মানুষের তিনটি হাত থাকতো তবে তিনটি করে মোবাইল থাকতো।”

এ সময় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এনএম জিয়াউল আলম।

Link copied!