বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকেরা ফিরবেন মঙ্গলবার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০৪:১৫ পিএম

বাংলার সমৃদ্ধি জাহাজের নাবিকেরা ফিরবেন মঙ্গলবার

ইউক্রেনের বন্দরে বোমা হামলার শিকার ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের ২৮ নাবিক আগামী মঙ্গলবার দেশে ফিরবেন। এর আগে তারা বাংলাদেশ সময় রবিবার ভোরে রোমানিয়া পৌঁছান।

রবিবার পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, গতকাল শনিবার বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ইউক্রেনের ওলভিয়া বন্দর সংলগ্ন বাংকার থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক। নিহত হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনে সংরক্ষণ করে রাখা হয়েছে।

ওই দিন দিবাগত রাত ২টার দিকে তারা ইউক্রেন সীমান্ত অতিক্রম করে মলদোভা পৌঁছান। সেখান থেকে রবিবার ভোরে রোমানিয়া সীমান্ত অতিক্রম করেন। সব কিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার তারা রোমানিয়া থেকে দেশে ফিরবেন।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের অলিভিয়া বন্দরে পৌঁছায় ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটি। ওই দিনই দেশটিতে রাশিয়ার হামলা শুরু হলে বন্দরের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে জাহাজে আটকা পড়েন ক্যাপ্টেন জি এম নুর ই আলম, চিফ ইঞ্জিনিয়ার ওমর ফারুকসহ ২৯ বাংলাদেশি নাবিক।  ইউক্রেনে হামলা শুরুর সপ্তম দিনে ‘এম ভি বাংলার সমৃদ্ধি’ জাহাজটিতে রকেট হামলা চলে। এতে ক্ষতিগ্রস্ত হয় জাহাজটি।

গত ২ মার্চ স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটি হামলার কবলে পড়লে আগুন ধরে যায়। তবে সবার পরিশ্রমে আগুন নেভানো সম্ভব হয়। রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত মারা যান। বর্তমানে জাহাজটি বিমা নীতির অধীনে আছে। ২০১৮ সালে বিএসসি’র বহরে যুক্ত হয় সমুদ্রগামী ‘এম ভি বাংলার সমৃদ্ধি’।

Link copied!