বাবার মরদেহ দাফনের কয়েক ঘণ্টা পর পৃথিবীর মুখ দেখল মেয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ১২:০৪ এএম

বাবার মরদেহ দাফনের কয়েক ঘণ্টা পর পৃথিবীর মুখ দেখল মেয়ে

লিভার ক্যানসারের সাথে দীর্ঘ সময় লড়াই করে হার মানলেন বাবা। কয়েক ঘণ্টা পরই পৃথিবীর আলো দেখলো কন্যা। বাবা-মেয়ের প্রথম কিংবা শেষ বারের দেখাটুকুও হলো না। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই কন্যাকে নিয়ে অথই সাগরে পড়েছেন মা।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাতে মৃত্যুকে আলিঙ্গন করেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান মনির। শুক্রবার সকালে চকরিয়া পৌরসভার দক্ষিণ লক্ষ্যারচর সিকদারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন মাঠে  জানাজা শেষে দাফনের কার্যক্রম সম্পন্ন করা হয়। মনিরের স্ত্রী রুশনি জান্নাত ছিলেন অন্তঃসত্ত্বা। মনিরের দাফনের সাড়ে আট ঘণ্টা পরই চকরিয়া পৌরশহরের ম্যাক্স হাসপাতালে জন্ম হয় মনির-রুশনি দম্পতির দ্বিতীয় কন্যা সন্তানের।

শাহজাহান মনিরের পরিবার জানান, কয়েক মাস আগে মনিরের লিভার ক্যানসার ধরা পড়লে ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকেরা কেমোথেরাপি দেওয়ার পরামর্শ দিয়ে দেশে পাঠিয়ে দেন তাঁকে। দেশে ফিরে চট্টগ্রামের ক্যানসার–বিশেষজ্ঞ আবদুল আউয়ালের তত্ত্বাবধানে ছয়টি কেমোথেরাপি নেন মনির। কিন্তু অবস্থা আরও খারাপের দিকে যাওয়ায় আবারও হায়দ্রাবাদে নেওয়া হয় তাঁকে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে গত মঙ্গলবার দেশে ফেরেন মনির।

মনিরের স্ত্রী রুশনি জান্নাত বলেন, মনিরই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন দুই মেয়েকে নিয়ে অথই সাগরে পড়েছেন তিনি। মনিরের চিকিৎসার পেছনেও অনেক টাকা খরচ হয়েছে। এখন কীভাবে সংসার চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

২০১৯ সালের ২৭ জানুয়ারি মনির আর রুশনির বিয়ে হয়েছিল। মনিরের লাশ দাফনও করা হয় একই তারিখে। আবার ওই তারিখেই তাদের দ্বিতীয় সন্তানের জন্ম নিলো। এই দম্পতির বড় মেয়ে আড়াই বছর বয়সী।

শাহজাহান মনির চকরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক, চকরিয়া পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। রাজনীতির পাশাপাশি চকরিয়া পৌরসভার তরছঘাট এলাকায় ফার্নিচারের দোকান আছে তাঁর।

শাহজাহান মনিরের বন্ধু ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, শাহজাহান মনির রাজনীতি করলেও কারও সঙ্গে ব্যক্তিগত বিরোধ ছিল না। সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তাঁর ক্যানসারে আক্রান্তের খবরে রাজনীতির ঊর্ধ্বে উঠে অনেকে সহযোগিতা-সহমর্মিতা জানিয়েছেন।

Link copied!