এবার বাসভাড়া কমতে যাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৬:৫২ পিএম

এবার বাসভাড়া কমতে যাচ্ছে

জ্বালানি তেলের দাম কমায় এবার বাসের ভাড়া কমতে যাচ্ছে। আগামীকাল বুধবার বাসের ভাড়া পুঃনির্ধারণে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বৈঠকে বসতে যাচ্ছে। তবে ইতোমধ্যে জ্বালানি তেলের দাম লিটারে পাঁচ টাকা কমানোর পর চট্টগ্রামে হাটহাজারী-নিউ মার্কেট সড়কে চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসের ২১ কিলোমিটারের রাস্তায় পাঁচ টাকা ভাড়া কমিয়েছে মালিক সমিতি। 

সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী গণমাধ্যমকে বলেন, জ্বালানি তেল প্রতি লিটার ৫ টাকা কমছে। সেজন্য বাসভাড়া কমানোর ইস্যু নিয়ে বৈঠক করা হবে। বাস মালিকদের পূর্বঃনির্ধারিত কর্মসূচি থাকায় আজকে বৈঠক হয়নি। তবে আগামীকাল বুধবার বৈঠকে বসার কথা রয়েছে।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, জ্বালানি তেলের দাম কমেছে, সেখানে বাসভাড়া কমানো হবে কিনা, সেটা আগামীকাল বাস মালিক ও বিআরটিএ’র বৈঠকে চূড়ান্ত হবে।

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সমম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বাসভাড়া কমানোর কথা বলেন।

গতকাল সোমবার জ্বালানি লিটারে ৫ টাকা কমে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেলের লিটার ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা এবং পেট্রলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা করা হয়েছে।

এর আগে ৫ আগস্ট জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন দিলে বাসভাড়া বৃদ্ধি পায়।

Link copied!