বিএনপির ওপর দোষ চাপানো আ. লীগের পুরোনো অভ্যেস: মির্জা ফখরুল

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২৩, ০২:১৪ পিএম

বিএনপির ওপর দোষ চাপানো আ. লীগের পুরোনো অভ্যেস: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পঞ্চগড়ে আহমদীয়া সম্প্রদায়ের ওপর হামলা আ. লীগের পূর্বপরিকল্পিত এবং সরকারের মদদপুষ্ট একটি মহল নির্বাচনের পূর্বে গণতন্ত্রের যে আন্দোলনকে রুখে দিতে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। 

সোমবার (১৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলা শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে জেলা বিএনপি আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ঘটনা ঘটার পরের দিন কোনো তদন্ত ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী বলে ফেলেন এটা বিএনপির লোকেরা সংগঠিত করেছে। নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষ চাপাবে এইটা তাদের পুরনো অভ্যাস। পঞ্চগড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে তারা।

তথ্যমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, তিনি এত সুন্দর সুন্দর করে কথা বলেন কিন্তু তিনি জানেন না তার কথা এখন আর কেউ বিশ্বাস করে না। এটাই হচ্ছে বাস্তবতা। 

বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার ইঙ্গিত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল করেছিল।

বিচারপতি খায়রুল ইসলামের সমালোচনা করে তিনি বলেন, আদালতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন, রাজনৈতিক অস্থিতিশীলতা এনেছেন।

বিএনপির এই মহাসচিব বলেন, রেলমন্ত্রীর সামনে আহমদীয়া সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট করে বলেছেন আপনার আশেপাশের লোকেরা এই সহিংসতার সাথে জড়িত। তার মধ্যে আব্দুর রহমানের নাম এসেছে কিন্তু তাদের কাউকেই গ্রেপ্তার করেনি পুলিশ, মামলাও হয়নি তাদের বিরুদ্ধে। উল্টো বিএনপির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ১৮০ জনকে গ্রেপ্তার করেছে।

ঠাকুরগাঁও জেলা বিএনপির বর্ধিত সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এমপি জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন, সহ সভাপতি ওবায়দুল্লা হক মাসুদ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Link copied!