জুন ১২, ২০২৩, ০৮:০২ পিএম
বিদ্যুতের ঘাটতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির আমলে ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা লোডশেডিং হতো। লোডশেডিংয়ের জন্য বিশ্বকাপ দেখতে পারিনি। বিএনপি ক্ষমতায় থাকলে ভাংচুর হতো। যদি বিদ্যুতের ঘাটতি হতো, যেই বিশ্ব তাপদাহ বয়ে গেছে কোথাও কি বিদ্যুতের ঘাটতি হয়েছে?
সোমবার (১২ জুন) বেলা ৩টায় পল্লবীর হারুন মোল্লা ঈদগাঁ মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত ঢাকা মহানগর উত্তরের অন্তৰ্গত ঢাকা-১৬ সংসদীয় আসনের ৬টি ওয়ার্ডের ইউনিটসমূহের ত্ৰি-বাৰ্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যত ষড়যন্ত্র-চক্রান্ত আসুক, শেখ হাসিনা আর নৌকার বিজয় আবারও আসবে। ভোটের প্রতি ভোটারের আগ্রহ নেই, নির্বাচন কমিশন বলে দিয়েছে ৪৫-৫০ ভোটাররা ভোট দিয়েছে খুলনা-বরিশালে।
ফখরুল সাহেব নির্বাচনে আসেন না কেন প্রশ্ন তুলে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার হলে আপনারা জিতে যাবেন তা হবে না, ওই তত্ত্বাবধায়ক আর আসবে না। আদালত তত্ত্বাবধায়ক সরকারকে কবরে পাঠিয়েছে। মোকাবিলা হবে নির্বাচনে। নিজের শক্তি যাচাই করে দেখেন পাবলিক কাকে ভোট দেয়।
শেখ হাসিনা বিদেশে গেছেন জ্বালানি আনতে ঘুরতে নয় মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সামর্থ্য আছে বিধায় বাংলাদেশকে ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। সয়াবিন তেল ১০ টাকা কমেছে আরও কমবে। এই দুঃখ থাকবে না।
ইউক্রেন যুদ্ধের কারণে এ সমস্যা জানিয়ে তিনি বলেন, আমরা দুঃসময়ে আছি এই ইউক্রেনে যুদ্ধের কারণে। অথচ তারা মনে মনে স্বপ্ন দেখছে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে।