বিএনপির মহাসমাবেশ শুরু, বিভিন্ন পেশাজীবিদের যোগদান

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৮, ২০২৩, ০২:৪৮ পিএম

বিএনপির মহাসমাবেশ শুরু, বিভিন্ন পেশাজীবিদের যোগদান

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে বিএনপির মহাসমাবেশ।  

শুক্রবার বাদ জুম্মা বেলা ২টা ১০ মিনিটের দিকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে কুরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়। কুরআন তেলোয়াতের করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক। সমাবেশের শুরুতেই জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

মহাসমাবেশের শুরুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, “আজকে মহাসমাবেশ না হওয়ার জন্য সরকার বহু চেষ্টা করছে। কিন্তু সফল হয়নি। আমরা সমাবেশ সফল করতে সফল হয়েছি। “

এদিকে, বিএনপির নয়াপল্টনের শুরু হওয়া মহাসমাবেশে পেশাজীবীরা সংহতি প্রকাশ করেছেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে তারা জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির সমাবেশে যোগ দেন

পেশাজীবীদের মধ্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক নেতা এমএ আজিজ, শহিদুল ইসলাম, খুরশিদ আলম, সৈয়দ আবদাল আহমেদ, রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, খন্দকার আলমগীরসহ শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী নেতারা ছিলেন।

Link copied!