বিএনপির সকল গণসমাবেশে এখন থেকে ‘উপস্থিত’ থাকবেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। এরই পরিপ্রেক্ষিতে একটি চেয়ার খালি রেখেই শুরু হয়েছে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এখন থেকে সকল সমাবেশেই চেয়ার খালি রাখার এমন ব্যবস্থা থাকবে বলে জানায় দলটির নেতারা।
ময়মনসিংহের বিভাগীয় সমাবেশে মঞ্চের মাঝখানে খালেদা জিয়ার জন্য সংরক্ষিত খালি চেয়ারের এক পাশে বসেন সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরেক পাশে বসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। ফলে সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে এই খালি চেয়ারকে ঘিরে তৈরি হয় বিশেষ কৌতূহল।
এ সময় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ওই খালি চেয়ারের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যরিস্টার কায়সার কামাল বলেন, আপনারা দেখছেন সমাবেশের মঞ্চে একটি চেয়ার খালি। এই চেয়ারটি খালেদা জিয়ার। ইনশাআল্লাহ অচিরেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়ে এভাবেই আমাদের মধ্যমণি হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন। তবে এখন থেকে গণসমাবেশে এই বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে জানায় দলটির সদস্য।
প্রসঙ্গত, এর আগে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ১০ ডিসেম্বর বিএনপির চেয়ারপার্সনকে গণসমাবেশে হাজির করার ইঙ্গিত দেন। কিন্তু দলটির অন্যান্য নেতৃবৃন্ধ এ বিষয়ে সায় দেননি।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমানের বক্তব্য দলীয় নয়। তবে এই নিয়ে স্থায়ী কমিটিতের কোন বৈঠক হয়নি। তবে সম্মানার্থে চেয়ার খালি রেখে গণসমাবেশ নিয়ে কারও আপত্তি হবার কথা নয়।