বিএনপি নেতাকর্মীদের নামে অকারণে মামলা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২২, ০৫:০৪ পিএম

বিএনপি নেতাকর্মীদের নামে অকারণে মামলা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অকারণে নয়, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন-১৩(র‌্যাব) এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যাবের কর্মকাণ্ডের প্রশংসা করে আসাদুজ্জামান খান কামাল বলেন, “র‍্যাব অপরাধ দমনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলেই বাংলাদেশের সব জায়গায় আজকে শান্তির সুবাস বইছে।” র‍্যাব মানবিক কাজে আরও এগিয়ে আসবে বলেও তিনি  মন্তব্য করেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, “অকারণে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়নি। তারা হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলেই মামলা হয়েছে।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে আসাদুজ্জামান খান কামাল বলেন, “ বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দেশ। সীমান্তের ওপারে যারা থাকেন তা‌দের সঙ্গে এপারের সীমান্তবর্তী বাসিন্দাদের নানা কাজে সুসম্পর্ক থা‌কে। হয়‌তো ম‌নের টা‌নে নি‌জের অজান্তে অনেকে সীমানা অতিক্রম ক‌রে ফেলেন। হয়‌তো অনেকে যেটা করা উচিত নয় সেটাও ক‌রে ফে‌লেন। এ জন্য মা‌ঝে মা‌ঝে দুই-এক‌টি ঘটনা ঘ‌টে যায়।”

‌দুই দে‌শের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যা‌য়ে এবং বি‌জি‌বি-বিএসএফ পর্যা‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “ সিদ্ধান্তটা হয়েছে, সীমান্ত হত্যা বন্ধ হ‌বে এবং লেথাল আর্মস ব্যবহার করা হ‌বে না। তারপরও মা‌ঝে মা‌ঝে কিছু ঘটনা ঘ‌টে যায়। এই ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে সবাই আন্তরিক।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন উপস্থিত ছিলেন।

Link copied!