ঢাকায় পৌছেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৯, ২০২২, ০৮:১০ পিএম

ঢাকায় পৌছেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি নুল্যান্ড

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ঢাকা সফরে এসেছেন। বিকাল ৫টা ১০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অংশীদারদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি ও সহযোগিতার ওপর জোর দিতে একটি প্রতিনিধি দল নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া ন্যুল্যান্ড ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফর করবেন। সফরে প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং প্রতিরক্ষা দফতরের নীতিবিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি থাকছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্ডার সেক্রেটারি ন্যুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় অংশীদারত্ব সংলাপে অংশ নেবেন। আর নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আন্ডার সেক্রেটারি নুল্যান্ডসহ মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা তিন দেশেই সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ব্যবসায়িক অংশীদারত্ব বৃদ্ধির পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা বৃদ্ধির জন্য সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে এসব আলোচনা হবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছে।

মার্কিন প্রতিনিধিদলের এই সফরেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সপ্তম অংশীদারত্ব সংলাপ অনুষ্ঠিত হবে বলে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, গত মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাস আয়োজিত এক ব্রিফিংয়ে বলা হয়, এ বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্‌যাপন করতে যাচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা বহুমাত্রিক এই সম্পর্ককে যুক্তরাষ্ট্র আরও নিবিড় করতে চায়।

Link copied!