চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আহবান করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া ওই সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।
নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ইসি’র যুগ্মসচিব জানান, দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি (কে এম নূরুল হুদা) সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন বলে ইসি যুগ্মসচিব।
প্রসঙ্গত, বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। নির্বাচন কমিশনের (ই্স) তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।