৬দিনের রিমান্ড শেষ আদালতে নেয়া হয়েছে চিত্রনায়িকা পরীমনিকে। শুক্রবার(১৩ আগস্ট) দুপুর ১২টা নাগাদ পরীমনিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে পরীমনি ও দীপুর শুনানি হচ্ছে।
এর আগে প্রথম দফায় গত ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এবং দ্বিতীয় দফায় মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।
র্যাবের তথ্যানুসারে সুনির্দিষ্ট অভিযোগে ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করা হয়। পরীমনির বাসা থেকে বেশ কিছু বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। সেখানেই বুধবার রাতে কাটে তাদের। এদিকে পরীমনির বাসায় অভিযান শেষে একই রাতে অভিযান চালানো হয় প্রযোজক রাজের বাসায়।