বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপি টাকা নিয়েছে: তথ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২, ২০২২, ০৩:০৮ পিএম

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে বিএনপি টাকা নিয়েছে: তথ্যমন্ত্রী

বিএনপি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে টাকা পেয়েছে বলে মনে করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেন্তিয়েভিচ ম্যানতিতস্কির বুধবার সচিবালয়ে  তথ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী।

বিএনপির বিভাগীয় জনসমাবেশের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের নামে বিএনপি কালো টাকার মালিকদের কাছ থেকে টাকা কালেক্ট করেছে।

রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গেও কথা হয়েছে বলে জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন প্রসঙ্গও এসেছিল সেটি নিয়েও কথা হয়েছে। প্রধানমন্ত্রী খোলাখুলিভাবেই বলেছেন, আমরা যুদ্ধ চাই না। এটা কারও জন্য মঙ্গল বয়ে আনে না। একই সঙ্গে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা এগুলোও কারও জন্য মঙ্গল বয়ে আনে না। আমি সে বিষয়টিই সরকারের যে অবস্থান তাকে জানিয়েছি।

‘তাকে জিজ্ঞেস করেছি যে যুদ্ধ কবে শেষ হবে। তিনি বলেছেন সহসা শেষ হবে বলে আশা করছি। তাকে আমি বলেছি, যে যুদ্ধ শেষ হলে সবার জন্য মঙ্গল। তিনি আশার কথা বলেছেন।’

তিনি বলেন, ‘আমি বলেছি, সবকিছুর দাম বেড়েছে। পৃথিবীর সব দেশে মুদ্রাস্ফীতি বেড়েছে। শুধু যে তাদের অঞ্চলে কষ্ট হচ্ছে তা নয়। সারা পৃথিবীতেই মানুষের কষ্ট বেড়েছে। তিনি এটার সঙ্গে দ্বিমত পোষণ করেননি।’

বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে নিজ দেশের সিরিয়াল প্রচারে তথ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছে রাশিয়া। এ বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘২০১৭ সালে বাসস ও রাশান রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাশের মধ্যে একটি সমঝোতা সই হয়েছিল, নিউজ আদান-প্রদানের জন্য। সেটিকে চুক্তি আকারে করার জন্য তিনি একটি প্রস্তাব রেখেছেন। স্পুৎনিক নিউজ এজেন্সির সঙ্গেও বাসসের নিউজ আদান-প্রদানের একটি প্রস্তাব তিনি দিয়েছেন।

Link copied!