বিদেশে চিকিৎসা নিতে জেলে গিয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৮, ২০২১, ০৩:০৯ পিএম

বিদেশে চিকিৎসা নিতে জেলে গিয়ে আবেদন করতে হবে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা নিতে চাইলে তাকে জেলে ফেরত গিয়ে নতুন আবেদন করতে হবে। শনিবার (২৮ আগস্ট) দুপুরে রাজধানীর রাজধানীর হোটেল লা ভিঞ্চিতে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক কর্মশালায় মত বিনিময়কালে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বিদেশে চিকিৎসা নিতে চাইলে তাকে কারাগারে ফিরে গিয়ে নতুন করে আবেদন করতে হবে। তিনি যখন প্রথম আবেদন করেছিলেন, সেখানে বিদেশে যাওয়ার কথা উল্লেখ ছিল না। বিদেশ যেতে পারবেন না শর্তেই তাকে মুক্তি দেওয়া হয়’।

এ সময় মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী তাকে কারাগারে ফিরে গিয়ে সেখান থেকে নতুন করে আবেদন করতে হবে। আইন অনুসোরে একবার আবেদন নিষ্পত্তি করা হয়ে গেলে কারাগারের বাইরে থেকে পুনরায় আবেদন করা সম্ভব না। নতুন আবেদন করতে হলে তাঁকে কারাগারে গিয়ে নতুন আবেদন করতে হবে।’

২১ আগস্টের গ্রেনেড হামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘দ্রুতই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়ের শুনানির জন্য আটর্নি জেনারেলকে অনুরোধ করা হয়েছে। আশা করি দ্রুতই শুনানি হবে’।

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় সভায় আরও কথা বলেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অন্যানরা।

Link copied!