বিধিনিষেধ অমান্য : পুলিশ পিটিয়ে হাজতে ব্যবসায়ীর ছেলে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ১২:১১ এএম

বিধিনিষেধ অমান্য : পুলিশ পিটিয়ে হাজতে ব্যবসায়ীর ছেলে

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করায় জরিমানার সময় পুলিশ কর্মকর্তাকে মারধর করেন নীলফামারী জেলার সৈয়দপুর পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফ হোসেনের বড় ছেলে আতিফ আলতাফ (২৮)। বর্তমানে তাকে হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা করা হয়।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লকডাউন উপেক্ষা করেই গাড়ি নিয়ে বের হন আতিফ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়লে তাকে জরিমানা করা হয়। কিন্তু জরিমানার অর্থ না দিয়েই গাড়ি চালিতে পালিয়ে যান তিনি। এ সময় আতাউর রহমান সৈয়দপুর থানায় পরিদর্শক (তদন্ত) তার গাড়িকে ধাওয়া করে শহরের বঙ্গবন্ধু সড়কের নেসকো অফিসের কাছে থামালে, গাড়ি থেকে বেরিয়ে এসে আতাউর রহমানকে মারধর করেন আতিফ। এতে আতাউর রহমানের পোশাকও ছিঁড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সৈয়দপুরের সেনানিবাস এলাকার সিএসডি মোড়ে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন আতিফ। এ সময় তাকে থামিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম ৫০০ টাকা জরিমানা করেন। 

হাজতে প্রেরণ করা হয়েছে

সৈয়দপুর থানার পরিদর্শক জেসমিন আক্তার বলেন, আতিফ আলতাফ প্রথমে লকডাউন অমান্য করেছে, পরে ভ্রাম্যমাণ আদালতকে অমান্য করেছে এবং পুলিশ কর্মকর্তার গায়েও হাত তুলেছে। তাকে সরকারি কাজে বাধাদান করায় মামলা দিয়ে হাজতে প্রেরণ করা হয়। 

বউভাতে কোটি টাকা খরচ

তবে, আলোচনা ও সমালোচনায় প্রায়ই নাম থাকে ব্যবসায়ী আলতাফ হোসেন ও তার ছেলের। এর আগে ছেলের বউভাতে কোটি টাকা খরচ করে স্থানীয় কলেজের মাঠ সাজিয়ে আলোচনায় এসেছিলেন আলতাফ হোসেন।

Link copied!