বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২১, ০১:৫৬ পিএম

বিশ্বজিৎ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেশে এক সময়ের আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ আগস্ট) ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে তাকে সদরপুর থানা পুলিশ গ্রেপ্তার করে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,‘গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে চর বিষ্ণুপুর এলাকায় অভিযান চালিয়ে ইমরানকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১১ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হবে।’

২০১২ সালের ৯ ডিসেম্বর সরকারবিরোধী ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্বজিৎ লক্ষ্মীবাজারের বাসা থেকে শাঁখারীবাজারে নিজের দোকানে যাচ্ছিলেন। বাহাদুর শাহ পার্কের কাছে এলে তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে পেটান ও কোপান। বাঁচার জন্য দৌড় দিলে তিনি শাঁখারীবাজারের রাস্তার মুখে পড়ে যান। ওই সময় এক রিক্সাচালক তাঁকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিশ্বজিৎকে মৃত ঘোষণা করেন।

এই মামলায় ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক রায় ঘোষণা করেন। মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আট জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়াদের মধ্যে ইমরান মামলা  চলার সময় থেকেই পলাতক ছিলেন।

Link copied!