এপ্রিল ৯, ২০২৩, ১০:৪৯ পিএম
রাজধানীতে গুলিস্তানের বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আসছে বুধবার থেকে ব্যবসা শুরু করতে পারবেন। ঈদ উপলক্ষে এসব ব্যবসায়ী চৌকি বসিয়ে পণ্যসামগ্রী বিক্রি করতে পারবেন।
রবিবার (৯ এপ্রিল) নগর ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র বলেন, “আমরা সোমবার (১০ এপ্রিল) সকাল থেকে পুরোদমে পরিষ্কার কার্যক্রম শুরু করব। যাতে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা যায়নি উল্লেখ করে ব্যারিস্টার তাপস বলেন, “ আশা করছি, আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা সম্পন্ন হবে। এ ছাড়াও তাদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পেয়েছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তহবিলে এখন পর্যন্ত ২ কোটি টাকা জমা হয়েছে উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আরও বলেন, “আগামী মঙ্গলবারে (১১ এপ্রিল) আমাদের করপোরেশন সভা আছে। এ বিষয়ে সেখানে আমরা সিদ্ধান্ত নেব। আমরাও এ তহবিলে অংশগ্রহণ করব। যাতে করে ক্ষুদ্র ব্যবসায়ীরা পুনর্বাসিত হতে পারেন। পুরো ব্যবস্থাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন করে দেবে।”