নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী বুধবার (১৪ জুলাই) থেকে চট্টগ্রাম, মোংলা, পায়রাসহ দেশের সব বন্দরে কর্মরতদের করোনা টিকা দেওয়া শুরু হবে। রবিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামসহ যে তিনটা অর্থাৎ মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং যে স্থল বন্দরগুলো আছে সেখানে কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিকে ভ্যাকসিন প্রদান করে ফেলব। এসব বন্দরে আমাদের অনেক দক্ষ লোকজন কাজ করে। যদি তারা করোনায় আক্রান্ত হয়ে যান, তাহলে বন্দরগুলোর কার্যক্রম চালু রাখা কঠিন হয়ে পড়বে। আগামী বুধবার থেকেই আমরা টিকাদান কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথম পর্যায়ে ১২ হাজার ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এরপর এই কার্যক্রম চলমান থাকবে।’
এসময় প্রতিমন্ত্রী আরও জানান, নাবিকরাও এ টিকা কার্যক্রমের আওতায় আসবেন।
এদিকে আগামীকাল সোমবার (১২ জুলাই) থেকে জেলা-উপজেলা পর্যায়ে সিনোফার্মের করোনা টিকা দেয়া শুরু হবে। আর পরশু মঙ্গলবার (১৩ জুলাই) থেকে ১২টি সিটি করপোরেশনে দেওয়া হবে মডার্নার টিকা।