বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২১, ১০:২৭ এএম

বুধ ও বৃহস্পতিবার সারাদেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুন) সকাল সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদে এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা আবহাওয়ার ওই পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের অবশিষ্ঠ বিভাগগেুলোতে মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের পূর্বাঞ্চলের ওপর সক্রিয় এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে।  

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও আবহাওয়ার ওই পূর্বাভাসে বলা হয়।

এদিকে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে  পরবর্তী ৪৮ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের ধারা  অব্যাহত থাকতে পারে। আর আগামী ৫ দিনের আবহাওয়ার  পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে। ওইদিন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ০(শূন্য) ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বগুড়াতে ২২ দশমিক ০৮ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!