বেতন বন্ধ থাকায় ঋণ করে সংসার চলছে ৩৮ পুলিশ সুপারের

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:৪৯ পিএম

বেতন বন্ধ থাকায় ঋণ করে সংসার চলছে ৩৮ পুলিশ সুপারের

পদোন্নতি হলেও ৩৮ পুলিশ সুপারের (এসপি) পদায়ন হয়নি চার মাস পরেও। বরং আটকে আছে তাদের বেতনও। এদিকে পাঁচ মাস বেতন বন্ধ থাকায় ঋণ করে সংসার চালাতে হচ্ছে তাদের।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য মতে জানা যায়, ২৭তম ব্যাচের ৬৩ জন অতিরিক্ত পুলিশ সুপারকে গত ৪ মে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়। এদের মধ্যে ১৫ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদোন্নতি দেওয়া হয়। বাকি ৪৮ জনকে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের উপ-পরিচালক হিসেবে পদায়নের জন্য পাঠানো হলেও, র‌্যাব জানায়, বিভিন্ন ব্যাটালিয়নে উপ-পরিচালকের ৯টি পদ খালি আছে, বাকিগুলো পূর্ণ। এই পদে ৯ জন এসপিকে রেখে বাকি ৩৯ জনকে ফিরিয়ে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানায় র‌্যাব। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৯ জনের পদায়ন বাতিল করে তাদের পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করে। তাদের মধ্যে একজনের ‘নেতিবাচক’ কল রেকর্ড ফাঁস হলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।   

র‌্যাব সূত্র জানায়, দীর্ঘদিন উপ-পরিচালক পদে এসপি পদমর্যাদার কর্মকর্তা না পাওয়ায় সেই পদগুলোয় এখন আছেন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার কর্মকর্তারা। ৯টি উপ-পরিচালকের পদ খালি থাকায় সেখানে ৯ জন পুলিশ সুপারকে রাখা হয়েছে।

এখনো ৩৮ জন পুলিশ সুপারের পদায়ন ও বেতন–জটিলতা নিরসনে মন্ত্রণালয়ে কাজ চলছে। আশা আছে আগামী এক–দুই মাসের মধ্যে ৩৮ পুলিশ সুপারের পদায়ন হয়ে যাবে।

Link copied!