অক্টোবর ২০, ২০২১, ০৬:০২ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময় করেছেন। বুধবার (২০ অক্টোবর) বৌদ্ধ ধর্মের পবিত্র উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে তিনি রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার পরিদর্শন করেন।
মতবিনিময়কালে, দোরাইস্বামী বৌদ্ধ ধর্মের আধ্যাত্মিক প্রয়োজনীয়তা, এর মতাদর্শ এবং বাংলাদেশ ও ভারতে এই ধর্মের প্রভাবের কথা উল্লেখ করেন।
দোরাইস্বামী এসময়, বাংলাদেশের সমৃদ্ধ বৌদ্ধ সংস্কৃতি সংরক্ষণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়পুর, ময়নামতির মতো সমৃদ্ধ বৌদ্ধ ঐতিহ্যগুলোর বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং স্থাপত্যে প্রভাব রয়েছে।
বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দোরাইস্বামী বলেন, ভারত সরকার তাদের সহায়তা অব্যাহত রাখবে। এসময় তিনি ভারতের সহায়তায় ধর্মরাজিকা অনাথাশ্রম এবং হাইস্কুল নির্মাণের কথা উল্লেখ করেন।