বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের উপকূলে ডুবে যাচ্ছে কনটেইনারবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২৩, ০৯:৩৭ পিএম

বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরের উপকূলে ডুবে যাচ্ছে কনটেইনারবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার নিয়ে নারায়ণগঞ্জের পানগাঁও যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি জাহাজ আংশিক ডুবে গেছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‌এমভি পানগাঁও এক্সপ্রেস। জাহাজটির মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাহাজটি ‘বেয়ারবোট চার্টার (পরিচালনাসহ সব দায়িত্ব ভাড়া নেওয়া প্রতিষ্ঠানের)’ চুক্তিতে পরিচালনা করে আসছে সি গ্লোরি শিপিং এজেন্সিস লিমিটেড।

জাহাজটি দিয়ে মূলত চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্যের কনটেইনার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে নেওয়া হয়। একইভাবে টার্মিনাল থেকে রপ্তানি পণ্য নৌপথে এনে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়।  

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক অনলাইন মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে ৯৬টি কন্টেইনার নিয়ে জাহাজটি পানগাঁও যাচ্ছিল।

“ভাসানচরের কাছে খারাপ আবহাওয়ায় পড়ে জাহাজের একাংশ কাত হয়ে পানি প্রবেশ করলে এটি আংশিক ডুবে যায়। এ সময় জাহাজে থাকা তিনটি কন্টেইনার পানিতে পড়ে ভেসে যায়।”

বন্দর সচিব জানান, জাহাজের নাবিকেরা নিরাপদে অন্য জাহাজে উঠতে পেরেছে। জাহাজটি উদ্ধারে জন্য বন্দরের টাগবোট সেখানে পাঠানো হয়েছে।

Link copied!