বোরকা পরে এসে গুলি দুর্বৃত্তদের, নিহত যুবলীগ নেতা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৩, ১১:১৪ পিএম

বোরকা পরে এসে গুলি দুর্বৃত্তদের, নিহত যুবলীগ নেতা

দুর্বৃত্তরা এসেছিল বোরকা পরে। এশার নামাজ পড়তে যাচ্ছিলেন যুবলীগ নেতা জামাল হোসেন। এক পর্যায়ে ওঁৎ পেতে থাকা সেই বোরকা পরা দুর্বৃত্তরা জামালের ওপর চালায় গুলি। আর এতে প্রাণ হারান সেই যুবলীগ নেতা।

ঘটনার শিকার কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন (৩৮)। ঘটনাটি ঘটে রবিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে পার্শ্ববর্তী উপজেলা দাউদকান্দির গৌরীপুর পশ্চিম বাজারে। গুরুতর অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জামাল হোসেন মারা যান। জামাল তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নওয়াগা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। 

রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, যুবলীগ নেতা জামালকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে শুনেছি। এখনো পর্যন্ত জামালের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ হয়নি। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ করছে। 

জানা গেছে, গৌরীপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবলীগ নেতা জামাল এশার নামাজ পড়তে পশ্চিম বাজার জামে মসজিদে যাচ্ছিলেন। এ সময় বোরকা পরা তিনজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। শব্দ শুনে বাজারের লোকজন এগিয়ে এসে জামালকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য (গৌরীপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ বলেন, ফেসবুক থেকে জানতে পারি যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। আমি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

Link copied!