ব্রাশফায়ারে আওয়ামী লীগ নেতা খুন, স্ত্রী গুলিবিদ্ধ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৪, ২০২১, ০৫:২৩ এএম

ব্রাশফায়ারে আওয়ামী লীগ নেতা খুন, স্ত্রী গুলিবিদ্ধ

বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় ব্রাশফায়ারে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ২ জন।

উথোয়াই নু মারমা (৪২) নামে নিহত ওই আওয়ামী লীগ নেতা  তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সদস্য বলে পুলিশ জানিয়েছে। গুলিবিদ্ধরা হলেন- নু মারমার স্ত্রী উনুচিং মারমা (৩৬) ও অপর এক প্রতিবেশী। ওই প্রতিবেশির নাম জায়া যায়নি।

গুলিতে আওয়ামী লীগ নেতার মৃত্যুর বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার।

জেলা পুলিশ সুপার জেরিন আখতার বলেন, “একদল অস্ত্রধারী উথোয়াইনু মারমার বাসা ঘেরাও করে  ব্রাশফায়ার করলে তিনি ঘটনাস্থলে মারা যান। তবে অস্ত্রধারীরা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।”

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উথোয়াইনু মারমাসহ বেশ কয়েকজন তার বাসায় খাওয়া-দাওয়া করার সময় সেখানে অস্ত্রধারী বেশ কয়েকজন  অতর্কিত হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে উথোয়ানু নিহত ও তার স্ত্রী ও এক প্রতিবেশী আহত হন।

স্থানীয় সূত্র আরও জানায়,জনসংহতি সমিতির অস্ত্রধারীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে জনসংহতি সমিতির কোনো নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। বান্দরবানে আধিপত্য বিস্তার নিয়ে জনসংহতি সমিতির সাথে স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘদিনর ধরে।

Link copied!