ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’। সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মালাই গ্রামে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রায় ১০০০ দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
৬ জন চিকিৎসক, ২০ জন স্বেচ্ছাসেবকের একটি দল সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই সেবা প্রদান করেন।
স্বপ্নালোড়ন বাংলাদেশ এর সভাপতি আরিফুল ইসলাম সাহাব জানান, সারাদেশে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। তরুণ প্রজন্মের হাত ধরে এমন ইতিবাচক কাজের ভূয়সী প্রশংসা করেন ও ভবিষ্যতে এর গন্ডি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, স্বপ্নালোড়ন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভ'র মৃত্যুবার্ষিকীতে তার নিজ গ্রামে প্রতি বছর ৭ই মার্চে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।