আজ রাতেই ফিরছে ভারতে আটকে পড়া বিমানের যাত্রীরা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৭, ২০২১, ০৯:০০ পিএম

আজ রাতেই ফিরছে ভারতে আটকে পড়া বিমানের যাত্রীরা

ভারতের নাগপুর বিমানবন্দরে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২৪ জন যাত্রীকে আজ রাতের মধ্যে ঢাকায় ফিরিয়ে আনা হবে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিমানের একটি শিডিউল ফ্লাইট ৮ সদস্যের একটি উদ্ধারকারীসহ দল নাগপুরের উদ্দেশে রওনা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার (২৭ আগস্ট) সকালে ওমানের রাজধানী মাস্কাট থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের পাইলট হঠাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে নাগপুরে জরুরি অবতরণ করে। ফলে ১২৪ জন যাত্রী সেখানে আটকা পড়ে। সকাল সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, যাত্রীরা সুরক্ষিত আছেন। প্রত্যেককে খাবারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে। ক্যাপ্টেন নওশাদকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

Link copied!