ভালো ছেলের মতো, সুবোধ বালক-বালিকার মতো পদত্যাগ করেন: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৪, ২০২৩, ০৯:১৭ পিএম

ভালো ছেলের মতো, সুবোধ বালক-বালিকার মতো পদত্যাগ করেন: ফখরুল

বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোনো সময় নাই। পরিষ্কার করে বলেছি, আবারও বলছি- ভালো ছেলের মতো, সুবোধ বালক-বালিকার মতো পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে নির্বাচন করার জন্য নির্বাচনকালীন সরকার গঠন করেন।

শুক্রবার বিকালে নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটা নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের নিয়ে- সাচ্চা প্রতিনিধিদের নিয়ে একটা পার্লামেন্ট তৈরি হবে, তারা দেশ চালাবে।

সরকার পদত্যাগ না করলে আন্দোলনে রাজপথেই ফয়সালা হবে উল্লেখ করে শ্লোগান তোলেন বিএনপি মহাসচিব। স্টেডিয়ামে হাজার হাজার নেতাকর্মী সমস্বরে জবাব দেয় ‘রাজপথে রাজপথে’।

দুপুর আড়াইটায় বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল ও জাসাসের যৌথ উদ্যোগে পদযাত্রাপূর্ব এ সমাবেশ হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লাকসাম সড়কের কাছে এসে শেষ হয়।

সরকার হটানোর আন্দোলনে দেশের ছয় জেলা শহরে এ পাঁচ সংগঠনের ঘোষণা করা পদযাত্রার কর্মসূচি শুরু হলে এটির মাধ্যমে।

Link copied!