ভাস্কর শামীম শিকদার আর নেই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২১, ২০২৩, ০৯:০৮ পিএম

ভাস্কর শামীম শিকদার আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক দেশের প্রখ্যাত ভাস্কর শামীম শিকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববাংলার সর্বহারা পার্টির স্রষ্টা বিপ্লবী কমরেড সিরাজ সিকদারের বোন শামীম শিকদারের বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই সন্তান রেখে গেছেন। তারা দুজনই যুক্তরাজ্য প্রবাসী।

গত শতকের আশির দশকে শামীম সিকদার চারুকলায় শিক্ষকতা শুরু করেন। অধ্যাপক হিসেবে অবসর নেওয়ার পর ৮ বছর আগে তিনি ইংল্যান্ডে চলে যান।

১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটি তৈরি করেন শামীম সিকদার। এ ছাড়া ২০০০ সালে তিনি ফুলার রোডে ‘স্বাধীনতার সংগ্রাম’ নামে বঙ্গবন্ধুর ভাস্কর্য গড়েন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতার ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে স্বামী বিবেকানন্দের ভাস্কর্য, ও স্ট্রাগলিং ফোর্সসহ বহু ভাস্কর্য নির্মাণ করেছেন এই প্রখ্যাত ভাস্কর।

শামীম শিকদার ১৯৬৯-৭০, ১৯৭৩ ‍ও ১৯৭৪ সালে  সালে ইনস্টিটিউট অব ফাইন আর্টস পুরস্কার লাভ করেন। ১৯৭৩ সালে অর্জন করেন সিলভার জুবলি অ্যাডওয়ার্ড অব ফাইন আর্ট। ভাস্কর্যের ওপর প্রধানমন্ত্রী পুরস্কার জিতে নেন ১৯৭৪ সালে। ২০০০ সালে একুশে পদক পান এই ভাস্কর।  

Link copied!