সেপ্টেম্বর ১৮, ২০২১, ১১:৩২ পিএম
ওজোন স্তর রক্ষা বিষয়ক আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন ও মন্ট্রিল প্রটোকল বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব ওজোন দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন একথা বলেন।
‘মন্ট্রিল প্রটোকল মেনে ওজোন স্তর রক্ষা করি, নিরাপদ খাদ্য ও প্রতিষেধকের শীতল বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে ধারণ করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বসুন্ধরা করপোরেট অফিসে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।
এসময় মো. শাহাব উদ্দিন বলেন, ওজন স্তর রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার স্বীকৃতি হিসেবে ২০১২ এবং ২০১৭ সালে জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বাংলাদেশকে পুরস্কৃত করেছে।
এছাড়া ওজন স্তুরের ক্ষতিকারক গ্যাস যাতে কম উৎপন্ন হয় সেদিকে সরকারের দৃষ্টি রয়েছে। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জিয়াউল হক, ওজোন সেলের জেষ্ঠ্য কর্মকর্তা সত্যেন্দ্র কুমার পুরকায়স্থসহ অন্যরা উপস্থিত ছিলেন।