ভোর হলেই ভোট চট্টগ্রাম সিটিতে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২১, ০৬:১০ পিএম

ভোর হলেই ভোট চট্টগ্রাম সিটিতে

বুধবার ভোর হলেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট। নির্বাচন নিয়ে এরমধ্যেই উৎসব মুখর অবস্থা বিরাজ করছে। বহুল আলোচিত এই নির্বাচনের ভোট নেওয়ার সব প্রস্তুতি এরই  মধ্যে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। পুরো নগরীকে চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। নির্বিঘ্নভাবে ভোট গ্রহণে ও কোনো রকম বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে।

সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৭৩৫টি ভোট কেন্দ্রে এরই মধ্যে পৌঁছে গেছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

রিটার্নিং অফিসার হাসান মাহমুদ জানিয়েছেন, ভোটের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। বিকেল ৫টার মধ্যে সকল কেন্দ্রে নির্বাচনী সরন্জাম পৌছে  গেছে। মঙ্গলবার বিকেল থেকে শহরে জরুরি সেবা ছাড়া সব র্কাযক্রম বন্ধ রয়েছে বলে জানান তিনি।

গত সোমবার মধ্যরাতে শেষ হয় নির্বাচনের সব ধরণের প্রচারণা। সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন প্রার্থী। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম। ধানের শীষ প্রতীকে মেয়র পদে লড়ছেন ডা. শাহাদাৎ হোসেন।

চট্টগ্রাম সিটির ৪১টি ওয়ার্ডে ১৩২ জন পুরুষ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৫৭ জন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭শ ৬ জন। মোট ভোট কেন্দ্র ৭শ ৩৫টি। এবার সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হবে।

 

Link copied!