ভোট চুরি করার ফলে জনগণই বিএনপিকে বিতাড়িত করেছে: প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৩, ০৫:৫৬ পিএম

ভোট চুরি করার ফলে জনগণই বিএনপিকে বিতাড়িত করেছে: প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগকে ধাক্কা দিলে পড়ে যাবে, বিষয়টা এত সহজ নয়-বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলীয়  সভাপতি এসব কথা বলেন।

২০০১ সালে বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “এর আগেও হয়নি, পরেও হয়নি। খালেদা জিয়ার অধীনে ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি আর ২০০৬ সালের ৬ জানুয়ারি নির্বাচন হয়েছিল। দুটি নির্বাচনই তারা বাতিল করতে বাধ্য হয়। কারণ জনগণের ভোট চুরি করার ফলে জনগণই তাদের বিতাড়িত করেছে।”

‘বারবার যারা জনগণের হাতে বিতাড়িত তারা গণতন্ত্রের চর্চা করল কবে-এমন প্রশ্ন ছুড়ে সরকারপ্রধান বলেন, “যাদের নিজেদেরই গণতন্ত্র নেই, তাদের দলের কোনো ঠিকানা নেই। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তাদের কিছু ভাড়াটে লোক দেশে-বিদেশে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সারাদিন আমাদের নামে কুৎসা রটাচ্ছে। আর মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।”

প্রধানমন্ত্রী বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগারে শুধু বন্দি করেই রাখা হয়নি, তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। জেলখানার পাশে কবরও তৈরি করা হয়েছিল।”

১৯৭২ সালের ১০ জানুয়ারি জাতির পিতা দেশে ফিরে আসার পরই বিজয় ও স্বাধীনতা অর্জন পূর্ণতা পায়-মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, “ওই দিন তিনি ঘোষণা দিয়েছিলেন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চান। সেদিন তিনি সোহরাওয়ার্দী উদ্যানে যে কথাগুলো বলেছিলেন, একে একে সব করেছিলেন।”

বঙ্গবন্ধু সরকারের উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা বলেন, “মাত্র ৯ মাসে সংবিধান দিয়েছিলেন। অথচ, পাকিস্তানের সংবিধান দিতে ১১ বছর লেগেছিল। পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশকে কেউ এত দ্রুত গড়ে তুলতে পারেনি। বাংলাদেশের প্রবৃদ্ধি কেবল বঙ্গবন্ধুর আমলেই ৯ শতাংশের বেশি হয়েছিল।”

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য ইন্দিরা গান্ধী দেশে দেশে ধরনা দিয়েছিলেন। বিভিন্ন দেশের চাপেই ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিলেন।”

Link copied!