মঙ্গলবার সারাদিনের যানযটের প্রভাব

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ১২:৪৪ এএম

মঙ্গলবার সারাদিনের যানযটের প্রভাব

মঙ্গলবার রাজধানীতে তীব্র যানযট ছিলো।  রাজধানীর মতিঝিল, কারওয়ান বাজার, মগবাজার এলাকা, ওদিকে কুড়িল, বিশ্বরোড, রামপুরায় এদিনে যানযটে নাকাল হয় নগরবাসী। ঘন্টার পর ঘন্টা কয়েকটি এলাকায় গাড়ি চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। ট্রাফিক পুলিশকেও এদিন যানযট মোকাবেলায় হিমশিম খেতে হয়। সশরীরে ক্লাস শুরু হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই স্কুলগামী শিক্ষার্থীদের কারণে যানযট দেখা দেয়। এদিন অফিসগামীদেরও রাস্তায় ভোগান্তি পোহাতে হয়। তবে রাত ১২ টার দিকে রাজধানীর রাস্তাগুলোতে দূরপাল্লার গাড়ি ছাড়া অন্যান্য গাড়ি চোখে পড়েনি।

Link copied!