ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের করোনা সংক্রমণের উপসর্গ দেখা গিয়েছিল।
আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ২৬ অক্টোবর মমেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়েছিল। এরপর সংক্রমণের হার কমে এসেছিল। ২ মাস ১৬ দিন চলতি বছরের ১২ জানুয়ারি আবারও সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়।
ডা. মহিউদ্দিন খান মুন বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, নেত্রকোণা ও জামালপুরের ৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন নারী। বয়স ৪০ থেকে ৭০ বছরের মধ্যে।
হাসপাতালের নথি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন।