১৮ মাসের কন্যাসন্তান তায়েবাকে নিয়ে সন্ধ্যায় বাজারে যাচ্ছিলেন মা কারখানাশ্রমিক ফারজানা আক্তার (২৬)। পথে এক যুবক তায়েবাকে মামা বলে ডাক দেয়। কোলে নিয়ে আদর করতে শুরু করে। সে সময় হঠাৎ করেই জ্ঞান হারান ফারজানা আর তায়েবা নিয়ে পালিয়ে যায় ওই যুবক।
গত বৃহস্পতিবার (২ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলায় এভাবেই শিশু অপহরণের ঘটনা ঘটেছে। পরে রোববার (৫ মার্চ) শিশুটির মামা মোস্তফা মিয়া শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দেন।
সুনামগঞ্জের দোয়ারাবাজার সুরিগাঁও গ্রামের বাসিন্দা ফারজানা দুই শিশু সন্তানকে নিয়ে শ্রীপুরের দক্ষিণ ধনুয়া গ্রামে ভাড়াবাসায় থাকেন। কাছেই একটি কারখানার কাজ করেন তিনি। সন্তানের মধ্যে বড় মেয়ে বর্ষার বয়স সাত বছর আর ছোট তায়েবার বয়স ১৮ মাস।
ভুক্তভোগী ফারজানা জানান, গত বৃহস্পতিবার বিকেলে কারখানা ছুটির পর বাসায় চলে আসি। পরে একই দিন সন্ধ্যায় তায়েবাকে কোলে নিয়ে স্থানীয় নয়নপুরে বাজারে যাচ্ছিলাম। পথে এক যুবক তায়েবাকে মামা বলে ডাক দেন। এ সময় যুবকটি তায়েবাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। পরে হঠাৎ করে অচেতন হয়ে পড়লে তায়েবাকে নিয়ে পালিয়ে যায় ওই যুবক। কৌশলে ওই যুবক অচেতন হওয়ার ওষুধ প্রয়োগ করে। পরে স্থানীয়রা আমাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
সোমবার (৬ মার্চ) শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান জানান, রোববার রাতে এ ঘটনায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মা। এ ঘটনায় আশপাশের সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।