মা-বোনকে হত্যা: বাবার বিরুদ্ধে বড় মেয়ের জবানবন্দি

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২১, ১১:৫৩ পিএম

মা-বোনকে হত্যা: বাবার বিরুদ্ধে বড় মেয়ের জবানবন্দি

কামরাঙ্গীরচরে মা ও বোনকে শ্বাস রোধ করে হত্যা মামলায় বাবা মোহন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন বড় মেয়ে ঝুমা রাণী দাস।

রবিবার (২৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি গ্রহণ রেকর্ড করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার প্রত্যক্ষদর্শী ঝুমা রাণীকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তা রেকর্ড করেন। এছাড়া আগামী ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

গতকাল শনিবার (২৪ জুলাই) রাতে স্ত্রী ফুলবাসী রাণী দাস (৩৪) ও তার ১১ বছরের মেয়ে সুমী রাণী দাসের মুখে কীটনাশক ঢেলে শ্বাসরোধে হত্যা করেন মোহন্দ্র চন্দ্র দাস। মোহন্দ্র চন্দ্র দাসও কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সময় ফুলবাসীর আরেক মেয়ে ঝুমা রাণী দাস (১৪) ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পায়, তার বাবা সুমীর মুখে পলিথিন চেপে ধরেছেন।

ওই ঘটনায় শনিবার রাতে মামলা দায়ের করেন ফুলবাসী রাণী দাসের বোন বিশাখাবাসী রাণী দাস।

মামলাটির একমাত্র আসামি মোহন্দ্র চন্দ্র অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে আদালতকে অবহিত করেন এ তদন্তকারী কর্মকর্তা।

Link copied!