এপ্রিল ১২, ২০২৩, ০৯:১৮ এএম
ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে দেশের গণমাধ্যম ও সম্প্রচার কেন্দ্র, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের বিরুদ্ধে সহিংসতা ও ভয় দেখানোর বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার দুপুরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন।
মঙ্গলবার(১১ এপ্রিল) রাতে ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানবাধিকারের প্রতি সম্মান গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করতে চাই।
বেদান্ত প্যাটেল বলেন, বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং ২০১৭ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তায় প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলারের কথা তুলে ধরেন, যার মধ্যে বিশ্ব খাদ্যের জন্য ২৩ দশমিক ৮ মিলিয়ন ডলারের নতুন সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে।
বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানব ও শ্রম অধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রচারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।