মে ১২, ২০২১, ০২:২১ পিএম
চট্টগ্রামের পাঁচলাইশে পাঁচ বছর আগে মাহমুদা আক্তার মিতু হত্যার ঘটনায় তার স্বামী বাবুল আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন মিতুর বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন।বুধবার (১২ মে) দুপুরে পাঁচলাইশ থানায় মিতুর বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মিতু হত্যাকাণ্ডে বাবুলের সম্পৃক্ততা পাওয়ার কথা জানানোর পরই মিতুর বাবা নতুন এই হত্যা মামলা দায়ের করেন।
মামলায় মিতুর স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট ৮ জনকে আসামি করা হয়েছে। ওই মামলা হওয়ার পর বেলা আড়াইটার দিকে পুলিশের গাড়িতে করে সাবেক এসপি বাবুল আক্তরকে চট্টগ্রামের মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে হাজির করা হয়। এর আগে, মঙ্গলবার (১১ মে) দুপুরে চট্টগ্রামে পিবিআইয়ের মেট্রো অঞ্চলের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখী হওয়ার পর থেকেই বাবুল আক্তার তদন্তকারীদের হেফাজতে ছিলেন।
এদিকে, চট্টগ্রাম পিবিআই সূত্র জানায়, মিতু হত্যার পর বাবুল আক্তার বাদী হয়ে যে মামলাটি করেছিলেন, তার চূড়ান্ত প্রতিবেদন বুধবার সকালে আদালতে জমা দেয়া হয়েছে। পরে নতুন মামলায় বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো হয়।
২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। বাবুল আক্তার ওই সময় পুলিশ সদরদপ্তরে যোগ দিতে রাজধানীতে অবস্থান করছিলেন। পরে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে অজ্ঞাত পরিচয়ে কয়েকজনকে আসামি করে চট্টগ্রামের পাঁলাইশ থানায় মামলা দায়ের করেন।