মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত হলেন আরো ১৬ বীরাঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১২, ২০২১, ০৫:৫৫ পিএম

মুক্তিযোদ্ধার তালিকায় যুক্ত হলেন আরো ১৬ বীরাঙ্গনা

নতুন এক গেজেটর মাধ্যমে আরো ১৬ বীরাঙ্গনা যুক্ত হলেন মুক্তিযোদ্ধা তালিকায়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত অনুসারে গত ৬ জুন এক গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই গেজেট প্রকাশের মাধ্যমে মোট ৪১৬ জন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি লাভ করলো।

মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা অন্যান্য মুক্তিযোদ্ধাদের মতই সরকারি সকল ভাতা ও সুযোগ-সুবিধা লাভ করবেন।

এদিকে গেজেট প্রকাশের আগেই মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ৪০০ থেকে ৫০০ জন বীরঙ্গনার তালিকা নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয় এবং পর্যায়ক্রমে তাদের সবাইকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে।

গত ২৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত তিন দফায় বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় এক লাখ ৬৬ হাজার ৪১ জনের নাম প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পৃথকভাবে গেজেট প্রকাশ হলেও একত্রে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হবে বলে জানায় মন্ত্রণালয়।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয় লাভের পর ১৯৭২ সালে দেশে ফিরে আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ সময় মুক্তিযুদ্ধকালে নির্যাতিত নারীদের ‘বীরাঙ্গনা’ স্বীকৃতি দিয়ে তাদের সম্মান জানান তিনি। তার নির্দেশনায় বীরাঙ্গনাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কাজ শুরু হয়, যা ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত চলছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর এই প্রক্রিয়াটি বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি সামরিক শাসকদের মাধ্যমে সামাজিক ও রাজনৈতিকভাবে পাকিস্তানি জান্তার সহযোগীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়।

আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদে ২০০৯ সালে ক্ষমতা লাভের পর আবারো বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই সঙ্গে এই বিষয়ে আদালত থেকেও আসে নির্দেশনা। ২০১৪ সালের ১০ অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। পরের বছরের ২৯ জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাস হয়। এরই প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বীরঙ্গনারা।

Link copied!