আসছে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানষের অতিরীক্ত চাপের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট শুরু হয়েছে। বুধবার (১২ মে) সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার যানজট দেখা যায়। দীর্ঘ যানজটের কারণে যাত্রী ও চালকদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে।
চলমান লকডাউনের কারণে আন্তঃজেলা পরিবহন বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে ট্রেন সার্ভিসও। তারপরও ভ্যান, ট্রাক, অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল রাইড শেয়ারিং, পিকআপভ্যানসহ যেভাবে পারে জনগণ ছুটছে পরিবারের কাছে। আর এতেই প্রচণ্ড যানজটের শুরু হচ্ছে।
ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রাইভেটকারের চালক কামাল গণমাধ্যমে বলেন, ‘সকাল ৬টায় রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রাম দিকে রওনা দিয়েছি। পথে পথে শুধু যানজট আর যানজট। গণপরিবহন ছাড়াই মহাসড়কে এমন পরিস্থিতি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটোর কারণ হিসেবে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দ্য রিপোর্টকে বলেন,‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর টোলপ্লাজায় টোল আদায়ে কিছুটা ধীরগতি রয়েছে। আর ঈদে ঘরমুখী মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের তৈরি হয়েছে। তবে আমরা চেষ্টা করছি যাতে যানজট না থাকে।’