জানুয়ারি ৩১, ২০২৩, ০৫:৫২ পিএম
বাগেরহাটের মোংলা ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা পৌণে ৬টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে আগুন লাগার ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিকেলে মোংলা ইপিজেড ভিআপি ল্যাগেজ ফ্যাক্টরিতে আগুন লাগে। এতে সেখানকার ল্যাগেজ তৈরির কাঁচামাল, ফাইবার ও তৈরিকৃত সব ল্যাগেজ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও স্থানীয়রা একসঙ্গে কাজ করছেন।”
আগুন লাগার কারণ জানতে চাইলে মোংলা থানার ভারপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, “ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখনও পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।” অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
এদিকে, মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক গণমাধ্যমকে বলেন, “ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎই আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিকস ছিল। অগ্নিকাণ্ডের সময় দ্রুতই সেখান থেকে কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। কীভাবে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।”