করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দৈনিক মৃত্যুর সংখ্যা একটু কমেছে। তবে বেড়ে গেছে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। করোনা রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
সোমবার (৯ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৪০ জন ভর্তি হয়েছেন।
সোমবার (৯ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার (৮ আগস্ট) সকাল ৮ টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টার মধ্যে ১৭ জনের মৃত্যু হয়। হাসপাতালে এ পর্যন্ত আইসিউতে ২২ জনসহ মোট ৪৪২ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘সোমবার (৯ আগস্ট) গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ৯ জন করোনা পজিটিভ শনাক্ত ছিলেন। মৃত অন্য ৮ জন করোনার নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিবকৎসাধীন ছিলেন।’ মৃতদের মধ্যে ময়মনসিংহে ১১ জন, নেত্রকোনায় ৩ জন, শেরপুর, গাজীপুর ও সিরাজগঞ্জের ১ জন করে রয়েছে বলেও তিনি জানান।
এদিকে, ময়মনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, সোমবার গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৮ জন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ্যান্টিজেন টেস্টে এই সময়ে ১ হাজার ৩০৫ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ১৫ দশমিক ৯৩।
সিভিল সার্জন আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত (৯ আগস্ট) ময়মনসিংহ জেলায় মোট ১৬ হাজার ৬৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। জেলায় এ পর্যন্ত মোট ১২ হাজার ৯৩৮ জন সুস্থ হয়েছেন বলেও তিনি জানান।