করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। সোমবার (১২ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৬৬ জন ভর্তি হয়েছেন। এনিয়ে সোমবার পর্যন্ত ৪১৬ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন সোমবার (১২ জুলাই) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘সোমবার গত ২৪ ঘন্টায় মৃত ১৭ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ৬ জন। অন্যরা করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে যারা করোনা পজিটিভি শনাক্ত ছিলেন তারা হলেন, ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২) ও ত্রিশাল উপজেলার আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেছা বেগম (৬০), নারায়ণপুরের আবুল মোতালেব (৬৪) ও নালিতাবাড়ি উপজেলার রোকসানা (২৩) এবং জামালপুর সদরের চান মিয়া (৬৫)।
করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নূর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছা উপজেলার আল জিন্নাত (৬৫) ও ভালুকা উপজেলার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫), এবং নেত্রকোনা সদরের আব্দুর রহমান (৫০)।
এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ননজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান,সোমবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬৩ জন। এই সময়ে ৮১৬ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ৩২ দশমিক ২৩।’
তিনি আরও বলেন,‘করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১০২ জন মারা গেছেন। এসময়ে করোনায় আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৬০ জন।