করোনাভা্ইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। বিভাগের বিভিন্ন জেলা থেকেও চিকিৎসা সেবা নিতে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে।
বৃহস্পতিবার (২২ জুলাই) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৯জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৩২ জন ভর্তি হয়েছেন। এনিয়ে বৃহস্পতিবার পর্যন্ত ৩৭৯ জন এবং আইসিউতে ২২ জনসহ মোট ৪০১ জন চিকিৎসাধীন আছেন।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এই চিকিৎসক বলেন, ‘বৃহস্পতিবার (২২ জুলাই) গত ২৪ ঘন্টায় মৃত ৯ জনের মধ্যে করোনা পজিটিভ শনাক্ত ছিলেন ৩ জন। অন্য ৬ জন করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
এদিকে, মংমনসিংহ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৭ জন। এই সময়ে ২২৬ জনের নমুনা পরীক্ষায় তারা করোনা পজিটিভ শনাক্ত হন। নমুন পরীক্ষার বিবেচনায় শনাক্তের শতকরা হার ২৫ দশমিক ২২।’
এই নিয়ে ময়মনসিংহর জেলায় মোট ১২ হাজার ১৩৩ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। জেলায় এ পর্যন্ত ৮ হাজার ৫৯৫ জন সুস্থ হয়েছেন বলেও জানান ময়মনসিংহ জেলার এই সিভিল সার্জন।