যুবলীগই যথেষ্ট বিএনপি-জামাত সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেয়ার জন্য: হানিফ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ০৫:০৫ এএম

যুবলীগই যথেষ্ট বিএনপি-জামাত সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেয়ার জন্য: হানিফ

বিএনপির বাংলাদেশের জনগণের ওপর ভরসা নাই। এই কারণে তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে বিদেশি প্রভুদের কাছে গিয়ে ধর্না ধরছে। শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এ কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল ও সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

হানিফ বলেন, যদি এদেশের জনগণ বিএনপির সাথে থাকতো তাহলে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতো না। তাদের নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রাম করে তাকে ছাড়িয়ে নিত।

তিনি আরও বলেন, অতীতে বিএনপি জামাতের আন্দোলনকে যুবলীগের নেতা-কর্মীরা যেভাবে প্রতিহত করেছিল আগামী দিনেও বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে তাদের সন্ত্রাসীদের উচিত শিক্ষা দেয়ার জন্য যুবলীগই যথেষ্ট। এদেশের মানুষ কোন অগ্নিসন্ত্রাসীদের ক্ষমতায় দেখতে চায় না। 

যুবলীগ সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। আজকে শেখ হাসিনার প্রশংসা সারা বিশ্বে। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর অর্থ বন্ধ করে দিয়েছিল, সেই বিশ্ব ব্যাংকের সভাপতির হাতে নিজেদের টাকায় তৈরি পদ্মা সেতুর স্ক্রেচ তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

যদি শেখ হাসিনা দেশ ও সাধারণ জনগণের বিরুদ্ধে জামাত-বিএনপি ষড়যন্ত্র করে তাহলে তাদের রাজপথেই কঠোরভাবেই প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন এই যুবলীগ নেতা।

এসময় আরও বক্তব্য রাখেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মোঃ জসিম উদ্দিন মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা।

Link copied!