জানুয়ারি ১৫, ২০২৩, ১২:৪২ এএম
 
						
                            
                                                        সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে উল্লেখ করে এসব অপপ্রচারের তথ্যভিত্তিক জবাব তুলে ধরতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।
শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় সরকারপ্রধান এসব নির্দেশনা দেন। সভায় উপস্থিত একাধিক নেতার সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

যৌথসভায় উপস্থিত থাকা একাধিক নেতা নাম না প্রকাশের শর্তে দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, দলীয় সভাপতিকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সরকার অনেক কাজ করেছে। এর সুফল জনগণ পাচ্ছে। জনগণের কাছে আওয়ামী লীগের বিকল্প নেই।
আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে,শনিবারের ওই যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কোনো নেতা বক্তব্য দেননি। জেলা থেকে আসা জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে প্রায় ২০ জন বক্তব্য দেন। তারা সবাই তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করাসহ কেন্দ্রীয় নেতাদের বেশি সক্রিয় হওয়ার অনুরেধে রাখেন।
উপদেষ্টা পরিষদের এক প্রবীণ সদস্য যৌথসভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, “লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে, তা মোকাবিলায় দূতাবাসগুলোকে আরও বেশি সক্রিয় হতে হবে।”
এর জবাবে শেখ হাসিনা বলেন, “এসব অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে জবাব দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। অথচ ফখরুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া ২০০৮ সালের নির্বাচনে তারা ২৯টি আসন পেয়েছিল।”
যৌথসভায় উপস্থিত থাকা একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে জাতীয় নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছেন।
দলীয় নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা-
১. বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে বাধা দেওয়া যাবে না।
২. অগ্নিসন্ত্রাস, জ্বালঅও-পোড়াও করলে কঠেঅরভাবে জবাব দিতে হবে।
৩,জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতা-কর্মীদের সব দ্বন্দ্ব-কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
৪. নেতাদের দ্বন্দ্ব ভুলে যেয়ে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
৫. বিএনপির শাসনামলের চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে।
৬. আওয়ামী লীগ যে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে-সেটা বোঝাতে হবে।
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    