রমজানে প্রয়োজনীয় সব ধরনের নিত্যপণ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২২, ০৭:০০ পিএম

রমজানে প্রয়োজনীয় সব ধরনের নিত্যপণ্য মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

রমজানে প্রয়োজনীয় সব ধরনের নিত্যপণ্য মজুত আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘রমজানের জন্য আরও ৯৬ হাজার মেট্রিক টন ভোজ্য তেল বন্দর থেকে খালাস হয়েছে। পাইকারি ও খুচরা বাজারের মধ্যে নিত্যপণ্যের মূল্যের যে পার্থক্য সেটি কমিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।’

সোমবার দুপুর ২টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্সের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। টাস্কফোর্স যে ১৭টি সুপারিশ করেছে, এগুলো নিয়ে সভায় আলোচনা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘টাস্কফোর্সের প্রস্তাবিত সুপারিশগুলোর অধিকাংশই বাস্তবায়ন হয়েছে। যেগুলো হয়নি, সেগুলো বস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতর, মন্ত্রণালয় ও বিভাগ কাজ করছে।’

টিপু মুনশি বলেন, ‘দুরুহ কাজ হলেও দেশের এক কোটি পরিবারের কাছে টিসিবি যে পণ্য পৌঁছে দিয়েছে, সেটি সরকারের একটি বড় সাফল্য। এ ক্ষেত্রে টিসিবি বাজার নিয়ন্ত্রণে বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে। সভায় বসেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। নিত্যপণ্য পরিবহনে বা সরবরাহে যদি কোথাও বাধার সৃষ্টি হয়, সে ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করবে।’

গত ২৮ মার্চ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের নেতৃত্বে ১৭ সদস্যের উচ্চপর্যায়ের এই টাস্কফোর্স গঠন করে বাণিজ্য মন্ত্রণালয়। আজকের সভায় সভাপতিত্ব করেন সচিব তপন কান্তি ঘোষ।

এছাড়া সভায় স্বরাষ্ট্র, খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চারটি গোয়েন্দা  সংস্থার প্রধানরা, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোফিজুর রহমান ও এফবিসিসিআইএ’র ভাইস প্রেসিডেন্ট।

বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য সচিব ছাড়াও গঠিত ১৭ সদস্যের টাস্কফোর্স কমিটির বাকি সদস্যরা হলেন—জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, কৃষিসচিব, খাদ্যসচিব, শিল্পসচিব, তথ্য ও সম্প্রচারবিষয়ক সচিব, ট্রেড অ্যান্ড ট্রিকস কমিশনের চেয়ারম্যান, প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতেরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, এনএসআইয়ের মহাপরিচালক, টিসিবির চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিব।

Link copied!